বাগেরহাট সংবাদদাতা : খুলনা-মংলা মহাসড়কে ধানবোঝাই ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা। সোমবার ভোররাতে খুলনা-মংলা মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট উপজেলার শ্যামবাগাত এলাকায় জামায়াতের পিকেটাররা জড়ো হয়ে রাস্তার উপর বিদ্যুতের খুঁটি ফেলে ওই ট্রাকে আগুন ধরিয়ে দেয়।

এ সময় তারা ট্রাক চালক পারভেজ ও তার সহকারী শাহীনকে ট্রাক থেকে নামিয়ে মারধর করেছে বলে তারা জানান। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি।

ট্রাকের চালক পারভেজ অভিযোগ করে দ্য রিপোর্টকে বলেন, ১৫-২০ জনের একটি দল রাস্তার উপর বিদ্যুতের খুঁটি ফেলে ট্রাকটির গতিরোধ করে। এ সময় আমাদের ট্রাক থেকে নামিয়ে মারধর করে দুটি মোবাইল সেট নিয়ে যায়। পরে তারা পেট্রোল দিয়ে ধানবোঝাই ট্রাকে আগুন ধরিয়ে দেয়।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আনোয়ার হোসেন দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুনে ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে। পিকেটারদের ধরার চেষ্টা চলছে।

এ ছাড়া সকাল থেকে খুলনা-বাগেরহাট মহাসড়কের কেআলী দরগাহ মোড়ে ১৮ দলের নেতাকর্মীরা অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করে।

(দ্য রিপোর্ট/এএস/এফএস/এএস/রাসেল/ডিসেম্বর ২৩, ২০১৩)