যুক্তরাষ্ট্রের গোয়েন্দাগিরি নিয়ে জাতিসংঘে জার্মানি ও ব্রাজিল
জার্মান চ্যান্সেলর, ফ্রান্সের প্রেসিডেন্টসহ ৩৫ জন বিশ্বনেতার ফোনে আড়িপাতার বিষয়টি ফাঁস হওয়ায় ক্ষুব্ধ হয়ে জার্মানি ও ব্রাজিল এ প্রস্তাব দেবে। তারা আড়িপাতার ঘটনায় বিশ্বনেতাদের রাগের বিষয়টিও তুলে ধরবে। প্রস্তাবটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম সরাসরি উল্লেখ না করে জাতিসংঘের সকল দেশের রাজনৈতিক ও নাগরিক অধিকার এবং ইন্টারনেটের ব্যবহারবিধি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
জাতিসংঘের এক কূটনীতিক শুক্রবার সাংবাদিকদের জানান, প্রস্তাবটির খসড়া নিয়ে আজ ব্রাজিল ও জার্মানির কুটনীতিকরা আলোচনা করেছেন। তাদের উদ্দেশ্য নিয়ম ভঙ্গকারীদেরকে বার্তা পৌঁছে দেওয়া।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দাগিরির বিরুদ্ধে এ প্রস্তাব নিয়ে ফ্রান্স, সুইডেন, নরওয়ে ও অস্ট্রিয়ার সঙ্গে আলোচনা করেছে জার্মানি-ব্রাজিল।
প্রসঙ্গত, জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলো মার্কেলের মোবাইল ফোনে যুক্তরাষ্ট্রের আড়িপাতার বিষয়ে ক্ষুব্ধ জার্মানি ইতোমধ্যে ব্রাসেলসে অনুষ্ঠিত ইউরোপীয় ইউনিয়নের সভায় উঠিয়েছে।
গত মাসে ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রোউসেফের অফিসের কর্মকর্তাদের মার্কিন গোয়েন্দা সংস্থা যুক্তরাষ্ট্রে ঢুকতে বাধা দেওয়ায় ক্ষুব্ধ হয়ে মার্কিন সফর বাতিল করেন তিনি।
(দিরিপোর্ট২৪/এসকে/এমডি/অক্টোবর ২৬, ২০১৩)