দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজনৈতিক দলগুলোর ইশতেহারে দলিত ও বঞ্চিতদের অধিকার যুক্ত করার আহ্বান জানিয়েছেন কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে সোমবার নাগরিক উদ্যোগ ও বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের (বিডিইআরএম) যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

আবুল মকসুদ বলেন, আগামীতে প্রধান রাজনৈতিক দলগুলোর নির্বাচন ইশতেহারে দলিত ও বঞ্চিতদের অধিকার বাস্তবায়নের কথা থাকতে হবে। রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের পরে তাদের দেওয়া প্রতিশ্রুতি পালন না করে তা হলে ওই দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবরোধ করবে দলিত ও বঞ্চিতরা।

তিনি আরো বলেন, দলিত ও বঞ্চিতদের মধ্যে যারা পড়তে আগ্রহী তাদের শিক্ষার যথাযথ ব্যবস্থা করতে হবে। পাশাপাশি কর্মসংস্থান এবং বাসস্থানের ব্যবস্থাও করতে হবে।

বঞ্চিতদের যাতে সামাজিকভাবে কোন রকম ‘বিব্রত’ করা না হয় এবং তারা যেন তাদের সঠিক প্রাপ্য পান সেদিকেও খেয়াল রাখতে হবে বলে জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন বিডিইআরএমের সভাপতি মুকুল সিকদার। আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সদস্য রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ দলিত ও বঞ্চিত নারী ফেডারেশনের সভাপতি মনি রানী দাস, সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক ভীমপল্লী ডেভিড রাজু প্রমুখ।

(দ্য রির্পোট/এমএম/এআইএম/এমএআর/রাসেল/ডিসেম্বর ২৩, ২০১৩)