পিএসসির নতুন চেয়ারম্যান ইকরাম আহমেদ
দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ইকরাম আহমেদ। বর্তমানে পিএসসির সদস্য হিসেবে দায়িত্ব পালনকারী ইকরাম আহমেদ সদস্যপদ ত্যাগ করা সাপেক্ষে এ নিয়োগ কার্যকর হবে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। ইকরাম আহমেদ বর্তমান চেয়ারম্যান এ টি আহমেদুল হক চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন। ১৯ ডিসেম্বর আহমেদুল হকের চাকরির মেয়াদ শেষ হয়। বর্তমান চেয়ারম্যান এ টি আহমেদুল হক সদস্য থেকে ২০১১ সালের ২৩ নভেম্বর চেয়ারম্যান নিয়োগ পান।
পিএসসির চেয়ারম্যান একটি সাংবিধানিক পদ। সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি চেয়ারম্যান নিয়োগ দেন। শিগগিরই ইকরাম আহমেদ প্রধান বিচারপতির কাছে শপথ নেবেন।
ইকরাম আহমেদ নিয়োগের তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর অথবা বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত (যেটি আগে আসে) এ পদে দায়িত্ব পালন করবেন বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
ইকরাম আহমেদ সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগ এমপি তারানা হালিমের ভগ্নিপতি। এছাড়া তিনি ঢাকার বিভাগীয় কমিশনার, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
(দ্য রিপোর্ট/আরএমএম/এপি/নূরুল/ডিসেম্বর ২৩, ২০১৩)