দ্য রিপোর্ট প্রতিবেদক : বিজয় দিবস টোয়েন্টি২০ টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে আগের দিন হারলেও সোমবার জয় তুলে নিয়েছে আবাহনী। চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে ৭৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা।

সিলেট বিভাগীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম ৪টি রাউন্ড অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টকে স্বাগত জানিয়েছে সিলেটবাসী। নির্বাচক কমিটির সদস্য হাবিবুল বাশারের মতে, ‘মাঠে দর্শকদের ঢল নেমেছে। অসাধারণ লাগছে। নিঃসন্দেহে বাংলাদেশের সেরা ক্রিকেট মাঠ এটি।’ সেই স্টেডিয়ামে দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচটিও দুপুর ১২.৩০ মিনিটে শুরু হয়ে ৩টা ৩২ মিনিটেই শেষ হয়ে গেছে। সেই ম্যাচে মোহামেডানকে পেছনে ফেলে বাজিমাত করেছে আবাহনী।

আগের দিন রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছিলেন মুশফিকুর রহিম। দলও হেরেছিল। এদিন ভুল করেননি। ম্যাচ জয়ী ইনিংস খেলেছেন। টসে জিততে না পারলেও আগে ব্যাট করার সুযোগ পেয়ে ৫৯ রানের অনবদ্য ইনিংস খেলেছেন মুশফিক। তার সঙ্গে সৌম্য সরকারের ৩৭ রান ও জিয়াউর রহমানের ২৪ রান যোগ হলে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭২ রান করতে পেরেছে আবাহনী। মাশরাফি, সাব্বির ও সাজেদুল ২টি করে উইকেট নিয়েছেন।

জবাবে ১০০ রানও করতে পারেনি মোহামেডান। যে দলটি আগের দিন প্রাইম ব্যাংকের করা ১২৬ রান ১ ওভার বাকি থাকতেই টপকে গেছে। সেই মোহামেডানই অলআউট মাত্র ৯৫ রানে! শাহরিয়ার নাফীস (৩৪) ও মাশরাফি (১৬) শুধু ২ অংকের ঘরে পৌঁছাতে সক্ষম হয়েছেন। শুধু কি ব্যাটিংয়েই দুর্দশা; ম্যাচেও তাই বড় ব্যবধানে হার হয়েছে মোহামেডানের।

সংক্ষিপ্ত স্কোর:

আবাহনী ইনিংস : ১৭২/৮; ২০ ওভার (মুশফিক ৫৯, সৌম্য ৩৭, জিয়াউর ২৪, মাহমুদউল্লাহ ১৮; মাশরাফি ২/১৭, সাব্বির ২/৩০)

মোহামেডান ইনিংস: ৯৫/১০; ১৪.২ ওভার (শাহরিয়ার ৩৪, মাশরাফি ১৬, নুরুল ৭, ইলিয়াস ৭*; ফরহাদ ২/৯, সোহরাওয়ার্দী ২/৯)

ফল : আবাহনী ৭৭ রানে জয়ী

ম্যাচ সেরা : মুশফিকুর রহিম (আবাহনী)

দ্য রিপোর্ট/এমএ/সিজি/নূরুল/ডিসেম্বর ২৩, ২০১৩)