২ মাস পর মাঠে সাকিব
দ্য রিপোর্ট প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর কোনো ম্যাচ খেলতে দেখা যায়নি বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার সাকিব আল হাসানকে । অবশেষে ৫৭ দিন পর আবারও মাঠে নেমেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।বিজয় দিবস টোয়েন্টি২০তে প্রাইম ব্যাংকের হয়ে ইউসিবির বিপক্ষে খেলেছেন তিনি।
গত ২৫ অক্টোবর সর্বশেষ হোম সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলেছিলেন সাকিব। এরপর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় ওয়ানডে সিরিজ খেলতে পারেননি। এজন্য ঢাকা লিগের শেষ কয়েকটি রাউন্ডেও অংশ নিতে পারেননি।
টুর্নামেন্টের প্রথম দিনে রবিবারই মাঠে নামার কথা ছিল সাকিবের। কিন্তু ভারতে একটি বিজ্ঞাপনের শূটিংয়ে অংশ নেওয়ার জন্য প্রথম ম্যাচে অংশ খেলতে পারেননি। ‘কেস্ট্রল’র এক বিজ্ঞাপনে শূটিং করার জন্য অনেক আগে থেকেই ছুটি নিয়ে রেখেছিলেন তিনি। কিন্তু শূটিং শেষ করে সোমবার দেশে ফিরেই মাঠে নেমে পড়েছেন তিনি।
(দ্য রিপোর্ট/এমএ/সিজি/নূরুল/ডিসেম্বর ২৩, ২০১৩)