দ্য রিপোর্ট ডেস্ক : ৫২ তলা ভবনের ছাদ থেকে তিন বছরের শিশু সন্তানকে ছুড়ে ফেলে দিয়ে নিজেও লাফ দিয়ে আত্মহত্যা করেছেন নিউইয়র্কের ম্যানহাটনের এক ব্যাক্তি।

নিউইয়র্ক কর্তৃপক্ষ জানায়, দিমিত্রি ক্যানারিকব (৩৫) নামের ওই ব্যাক্তি রবিবার বিকেলের দিকে ওই ভবনের ছাদ থেকে প্রথমে তার সন্তানকে ছুড়ে মারেন। পরে নিজেও লাফ দিয়ে আত্মহত্যা করেন।

পুলিশ জানায়, দিমিত্রি ঘটনাস্থলেই মারা যান। তবে শিশুটি হাসপাতালে নেওয়ার পর মারা যায়। শিশুটির মা খবর পেয়ে হাসপাতালে আসলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে।

পুলিশ জানিয়েছে, দিমিত্রি ওই ৫২ তলা ভবনে বাস করতেন না। তবে তারা এ আত্মহত্যার কারণ অনুসন্ধান করছেন।

(দ্য রিপোর্ট/এআইএম/জেএম/ডিসেম্বর ২৩, ২০১৩)