২৭ ডিসেম্বরই প্রিমিয়ার লিগ
দ্য রিপোর্ট প্রতিবেদক : না; কোনো হেরফের হয়নি প্রিমিয়ার লিগের সূচিতে। গুঞ্জন ছিল চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে পিছিয়ে যাচ্ছে ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ। সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহসভাপতি ও পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী বলেছেন, ‘আমরা পূর্বের সিদ্ধান্তেই অটল রয়েছি। ২৭ ডিসেম্বর থেকেই শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ।’তিনি সংশ্লিষ্ট কমিটির বৈঠক শেষে এ কথা জানিয়েছেন উপস্থিত মিডিয়া প্রতিনিধিদের।
সপ্তাহে ৩ দিন খেলা রাখার কথা থাকলেও তা পরিবর্তন করা হয়েছে সোমবারের বৈঠকে। এ ব্যাপারে সালাম মুর্শেদী জানিয়েছেন, ‘আগে আমরা সপ্তাহে ৩ দিন খেলা রাখার পরিকল্পনা করেছিলাম। বৈঠকে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। প্রতিদিন ২টি করে খেলা না রেখে; একটি করে খেলা দেয়া হয়েছে। এবং সপ্তাহে অন্তত ৫ দিন খেলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ বাফুফের পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী আসরের প্রথম লেগের খেলা বঙ্গবন্ধু স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে। তবে বিকল্প ভেন্যু হিসেবে মানিকগঞ্জ ও গাজীপুরকে বেছে নেয়া হতে পারে। এ নিয়ে কাজও শুরু করেছে লিগ কমিটি। শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদের ও শেখ রাসেল ক্রীড়াচক্রের সভাপতি নুরুল আলম চৌধুরীকে এ ২টি ভেন্যু পর্যবেক্ষণের দায়িত্ব দেয়া হয়েছে বলে জানিয়েছেন লিগ কমিটির চেয়ারম্যান।
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে পৃষ্ঠপোষকতা করার বিষয়ে এখনই কিছু জানাতে চাননি সালাম মুর্শেদী। তিনি বলেছেন, ‘এখনই বলে দিলে তো সব চমক শেষ হয়ে যাবে। এটা লিগ শুরুর দুই-একদিন আগে আপনাদের জানানো হবে।’
পূর্বসিদ্ধান্ত অনুযায়ী লিগের খেলা ৩টি লেগেই অনুষ্ঠিত হবে। তবে ফুটবলারদের বদলানোর সুযোগ থাকছে আগের আসরগুলোর মতো একবারই।
(দ্য রিপোর্ট/ওআইসি/এএস/সিজি/ডিসেম্বর ২৩, ২০১৩)