২৩ ডিসেম্বরের লুজার তালিকা
দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৩ ডিসেম্বর, সোমবার দর বাড়ার শীর্ষ-১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে সমতা লেদার। এদিন এ শেয়ারের দর কমেছে ১০ শতাংশ বা ২.২ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তালিকার অন্য কোম্পানিগুলোর মধ্যে যথাক্রমে ৪র্থ আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের দর কমেছে ৭.৭৬ শতাংশ বা ১৬ টাকা, সিনোবাংলা ইন্ডাষ্ট্রিজের শেয়ার দর কমেছে ৭.৭৬ শতাংশ বা ২.৬ টাকা, সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ার দর কমেছে ৬.৯৮ শতাংশ বা ৫২.৯ টাকা, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৬.২৫ শতাংশ বা ০.৫ টাকা, এস আলম কোল্ড রোল্ড স্টিলসের ৫.৭৬ শতাংশ বা ৩.১ টাকা, রেকিট বেনকিজারের ৫.৬২ শতাংশ বা ৫২.৭ টাকা, দেশবন্ধু পলিমারের ৫.৩৬ শতাংশ বা ১.৪ টাকা, আজিজ পাইপসের ৫.২৬ শতাংশ বা ১.১ টাকা এবং রহিমা ফুডের শেয়ার দর কমেছে ৫.২৫ শতাংশ বা ৪.৩ টাকা।
(দ্য রিপোর্ট/এইচকে/ডিসেম্বর ২৩, ২০১৩)