ধারাবাহিক নাটক ‘চতুরঙ্গ’
দ্য রিপোর্ট প্রতিবেদক : একুশে টেলিভিশনে প্রচার হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘চতুরঙ্গ’। গ্রামীণ সমাজের নানারকম মানুষের জীবন বৈচিত্র’র চিত্র নিয়ে ‘চতুরঙ্গ’ নাটকের গল্প আবর্তিত হয়েছে।
বংশের অহমিকা, বেকার সমস্যা, খেটে খাওয়া মানুষের জীবন, তাদের সুখ-দুঃখ, হাসি-কান্না সব কিছু নিয়েই নুনক্ষীর গ্রামের চালচিত্রকে উপজীব্য করে রচিত হয়েছে নাটকটি।
আনোয়ার হোসেন আনুর রচনা এবং কায়সার আহমেদের পরিচালনায় ধারাবাহিক নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, শশী, রুনা খান, ওয়াহিদা মল্লিক জলি, আবুল হায়াত, ফজলুর রহমান বাবু, আলভী, মুক্তি, আ খ ম হাসান, সাজু খাদেম, শামীম, তন্দ্রাসহ আর অনেকে। ধারাবাহিক নাটক ‘চতুরঙ্গ’ প্রতি রবি এবং সোমবার রাত ৯টা ৩০ মিনিটে একুশে টেলিভিশনে প্রচার হচ্ছে।
(দ্য রিপোর্ট/এমএ/এপি/ডিসেম্বর ২৩, ২০১৩)