রাজশাহীতে জামায়াত-পুলিশ সংঘর্ষ
রাজশাহী সংবাদদাতা : রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন অক্ট্রোয় মোড়ে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে অবরোধের সমর্থনে নগরীর ওয়াপদা মোড় থেকে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
মহানগর পুলিশের উপকমিশনার (পূর্ব) প্রলয় চিসিম জানান, মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে অক্ট্রোয় মোড়ে অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল বের করে জামায়াত-শিবির নেতাকর্মীরা। তারা রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে শিবিরকর্মীরা ইটপাটকেল ছোড়ে। পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে সকাল সাড়ে ৮টার দিকে অবরোধের সমর্থনে নগরীর ওয়াপদা মোড় থেকে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
(দ্য রিপোর্ট/এমএইচ/এএস/ডিসেম্বর ২৪, ২০১৩)