১ নাম্বারে ফিল্যান্ডার, ১১তে কোহলি
দ্য রিপোর্ট ডেস্ক : সোমবার ঘোষণা করা আইসিসি টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ে ৭৪৮ পয়েন্ট নিয়ে ১১ নাম্বারে অবস্থান করছেন কোহলি। আর বোলিংয়ে সতীর্থ ডেল স্টেইনকে পেছনে ফেলে এক নাম্বারের স্থানটি দখলে নিয়েছেন ভারনন ফিলেন্ডার।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ১১৯ ও ৯৬ রানের দুটি অসাধারণ ইনিংস খেলেছেন বিরাট কোহলি। এই টেস্টেই ৩৭ পয়েন্ট অর্জন করে ১১ নাম্বারে উঠে এসেছেন তিনি। আর দক্ষিণ আফ্রিকার পেসার ভারনন ফিলেন্ডার প্রথম টেস্টে ২ ইনিংস মিলিয়ে ৭ উইকেট নিয়ে সতীর্থ স্টেইনকে পেছনে ফেলে এক নাম্বারে উঠে এসেছেন। ২ ইনিংসে স্টেইন নিয়েছেন একটি উইকেট।
সব মিলিয়ে কোহলির পয়েন্ট ৭৪৮। আর ৮৩৮ পয়েন্ট নিয়ে কোহলির আরেক সতীর্থ চেতেশ্বর পুজারা ৭ নাম্বারে অবস্থান করছেন। প্রথম ও দ্বিতীয় অবস্থানে আছেন দক্ষিণ আফ্রিকার ২ সতীর্থ এবি ডি ভিলিয়ার্স (৯০৬) ও হাশিম আমলা (৮৮১)।
আর বোলিংয়ে ফিলেন্ডারের পরে ৮৯০ পয়েন্ট নিয়ে ২ নাম্বারে আছেন ডেল স্টেইন। ২ ভারতীয় বোলার রবীচন্দ্র অশ্বিন ৭৬৭ পয়েন্ট নিয়ে ৭ ও প্রঞ্জান ওঝা ৭৪৮ নিয়ে ৮ নাম্বারে অবস্থান করছেন।
(দ্য রিপোর্ট/এমআই/লতিফ/ডিসেম্বর ২৪, ২০১৩)