দ্য রিপোর্ট ডেস্ক : অ্যাসাল্ট রাইফেলের উদ্ভাবক মিখাইল কালাশনিকোভ মারা গেছেন। রাশিয়ার সরকারি সূত্র তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তার বয়স হয়েছিল ৯৪ বছর।

রাজধানী মস্কো থেকে ৬০০ মাইল দূরে ইজেভস্ক শহরে সোমবার তার মৃত্যু হয়। অভ্যন্তরীণ রক্তক্ষরণের জন্য নভেম্বর মাসে হাসপাতালে ভর্তি হন তিনি।

তার পুরো নাম মিখাইল তিমোফেয়েভিচ কালাশনিকোভ। ১৯১৯ সালের ১০ নভেম্বর পশ্চিম সাইবেরিয়ায় তার জন্ম।

১৯৩৮ সালে তাকে রেড আর্মি থেকে তলব করা হয়। তার নকশা করার দক্ষতাকে সোভিয়েত আর্মির অস্ত্রশস্ত্র উন্নয়নের কাজে লাগানো হয়।

১৯৪৭ সালে তিনি একে-৪৭ রাইফেল তৈরির কাজ শেষ করেন। দুই বছর পর সোভিয়েত আর্মি তার তৈরি অস্ত্র কাজে লাগানো শুরু করে।

কালাশনিকোভের নকশা করা স্বয়ংক্রিয় রাইফেলটি বিশ্বের সবচেয়ে সুপরিচিত ও সর্বাধিক ব্যবহৃত অস্ত্র।

কম খরচে তৈরি ও সহজে বহনযোগ্যতাই এই রাইফেলের ব্যাপক ব্যবহারের কারণ।

রাষ্ট্রীয়ভাবে সম্মাননা পেলেও কালাশনিকোভ তার তৈরি রাইফেল থেকে খুব একটা অর্থ উপার্জন করেননি। রাইফেল তৈরির জন্য অনুশোচনাও ছিল তার। তিনি একবার বলেছিলেন রাইফেলের চেয়ে ঘাস কাটা যন্ত্রের নকশা করাও ভাল ছিল।

২০০৮ সালে তিনি বলেছিলেন, ‘আমার অস্ত্র নিয়ে যখন গুলি ছোড়া হয়, তা দেখাটা আমার জন্য কষ্টকর।’

কালাশনিকোভ অবশ্য তার তৈরি অস্ত্র দিয়ে মানুষ হত্যার দায় নিতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি এ জন্য এই অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন দেশের নীতিকে দায়ী করেন। (সূত্র : বিবিসি)

(দ্য রিপোর্ট/কেএন/এমডি/শাহ/ডিসেম্বর ২৪, ২০১৩)