‘জেড’ ক্যাটাগরিতে বিডি অটোকারস
দ্য রিপোর্ট প্রতিবেদক : বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ায় বাংলাদেশ অটোকারসকে ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়ে দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) কর্তৃপক্ষ। এছাড়া সংশ্লিস্ট প্রতিষ্ঠানগুলোকে এ শেয়ারের বিপরীতে মার্জিন লোন সুবিধা না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বিডি অটোকারস ২০১৩ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থ বছরের জন্য বিনিয়োগকারীদের লভ্যাংশ দেয়নি। এ কারণে এ কোম্পানির ক্যাটাগরি অবনমন করা হয়েছে। আগামী ২৬ ডিসেম্বর থেকে ‘জেড’ ক্যাটাগরির অধীনে এ কোম্পানির লেনদেন হবে।
এছাড়া পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা নং এসইসি/সিএমআরআরসিডি/২০০১-৪৩/১৬৯ তারিখ ১ অক্টোবর, ২০০৯ অনুযায়ী এ শেয়ারের বিপরীতে মার্জিন লোন সুবিধা না দেওয়ার জন্য স্টক ব্রোকার এবং মার্চেন্ট ব্যাংকগুলোকে অনুরোধ জানানো হয়েছে ডিএসইর পক্ষ থেকে।
(দ্য রিপোর্ট/এইচকে/রাসেল/ডিসেম্বর ২৪, ২০১৩)