দ্য রিপোর্ট ডেস্ক : ইরাকের একটি টেলিভিশন চ্যানেলের সদর দফতরে সোমবার আত্মঘাতী বোমা হামলায় পাঁচজন সাংবাদিক নিহত হয়েছেন। গণমাধ্যমের ওপর এটাই সর্বশেষ হামলার ঘটনা বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলে তিকরিত এলাকায় সালাহেদ্দিন টেলিভিশন চ্যানেলে এ হামলার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চিফ নিউজ এডিটর, একজন কপি এডিটর, একজন প্রোডিউসার, একজন উপস্থাপক ও একজন আর্কাইভ ম্যানেজার রয়েছেন বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। এই হামলায় চ্যানেলটির আরো পাঁচ কর্মী আহত হয়েছেন।

দুইজন আত্মঘাতী হামলাকারী চ্যানেলটির ভেতরে গিয়ে নিজেদের উড়িয়ে দিলে এ হতাহতের ঘটনা ঘটে। এ সময় ভবনটির ভেতরে সহিংসতা চালানোর সময় নিরপত্তারক্ষীরা তাদের দুই সঙ্গীকে হত্যা করে।

চলতি বছর দেশটিতে সাংবাদিকদের ওপর সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটছে। ৫ অক্টোবর এক হামলায় ১২ জন সাংবাদিক নিহত হয়েছেন।

এদিকে, সোমবার পৃথক হামলায় চার সেনা কর্মকর্তাসহ ১৭ জন নিহত হয়েছেন। (সূত্র: এএফপি)

(দ্য রিপোর্ট/ কেএন/ এমডি/রাসেল/ ডিসেম্বর ২৪, ২০১৩)