নাইজেরিয়ায় সেনাবাহিনীর সঙ্গে ইসলামপন্থীদের সংঘর্ষে নিহত ৭০
দ্য রিপোর্ট ডেস্ক : নাইজেরিয়ায় সেনাবাহিনীর সঙ্গে ইসলামপন্থী বিদ্রোহীদের সংঘর্ষে অন্তত ৭০ জন নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনী মঙ্গলবার এ খবর জানিয়েছে।
সেনাবাহিনী জানায়, ইসলামপন্থী বিদ্রোহীরা সোমবার ক্যামেরুন সীমান্ত পার হওয়ার সময় সেনাবাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। নিহতদের মধ্যে ইসলামপন্থী বিদ্রোহীদের ৫০ সদস্য, সেনাবাহিনীর ১৫ জন সদস্য ও পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে সেনাবাহিনী জানিয়েছে।
প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ক্রিস ওলুকোলাডে জানান, বামা শহরে হামলার সঙ্গে জড়িতদের লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে।
তিনি আরো জানান, অনেক বিদ্রোহী গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে গেছে। বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।
গত কয়েকদিন ধরেই দেশটির সেনাবাহিনী সংঘাতপূর্ণ উত্তর-পূর্ব এলাকায় নিরাপত্তা জোরদার করেছে। বামা শহরে সেনাবাহিনীর ব্যারাকে বোকো হারামের হামলার পর সেখানে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রেসিডেন্ট জনাথন গুডলাক ওই এলাকায় জরুরি অবস্থার মেয়াদ আরো বাড়িয়েছেন। সূত্র : রয়টার্স।
(দ্য রিপোর্ট/কেএন/জেএম/নূরুল/ডিসেম্বর ২৪, ২০১৩)