‘দশম সংসদের মেয়াদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি’
দ্য রিপোর্ট প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিরোধী দলের সঙ্গে সমঝোতা হতে পারে মন্তব্য করে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দশম জাতীয় সংসদের মেয়াদ কতদিনের হবে তা নিয়ে আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ে কোনো সিদ্ধান্ত হয়নি।’
রাজধানীর সেতু ভবনে মঙ্গলবার মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনার সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের একথা বলেন।
প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় সম্প্রতি দেশে ফিরে মন্তব্য করেছেন, দশম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার পাঁচ বছরই মেয়াদপূর্ণ করবে। জয়ের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, ‘আমি যতটুকু জানি সরকার বা দলের শীর্ষ পর্যায়ে দশম জাতীয় সংসদের মেয়াদ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আমি আপনাদের আগেও বলেছি সমঝোতার ব্যাপারে মধ্য জানুয়ারিতে একটি চমক থাকছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে এখন আর আলোচনার সুযোগ নেই। এই নির্বাচনে বিরোধী দল অংশ নেয়নি বলেই ১৫৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সরকারের প্রধান প্রতিদ্বন্দ্বী বিরোধী দল অংশ না নেওয়ায় বিদেশী নির্বাচন পর্যবেক্ষকরা আসছেন না। এর মানে এই নয় যে, তারা এই নির্বাচনকে বাতিল করতে বলছেন। আজ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে আমার বৈঠক হয়েছে। বৈঠকে তিনি (মজিনা) বার বার আলোচনার মাধ্যমে সমঝোতার তাগিদ দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের বন্ধু রাষ্ট্র। তাদের সঙ্গে আমাদের আমদানি-রফতানি ও আর্থিক সম্পর্ক রয়েছে। আমাদের জাতীয় নির্বাচন নিয়ে তাদের উদ্বেগ থাকতেই পারে। কিন্তু সেজন্য তারা আমাদের জাতীয় নির্বাচনে হস্তক্ষেপ করছে না বা মধ্যস্থতাকারী হিসেবেও ভূমিকা রাখছে না। শুধুমাত্র বন্ধু হিসেবে তারা তাদের পরামর্শ আমাদের দিচ্ছেন।’
(দ্য রিপোর্ট/এইচআর/জেএম/নূরুল/ডিসেম্বর ২৪, ২০১৩)