লভ্যাংশের টাকা পাঠিয়েছে ডিবিএইচ
দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশ ইলেট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের(বিএফটিএন) মাধ্যমে লভ্যাংশের টাকা বিনিয়োগকারীদের একাউন্টে পাঠিয়েছে ডিবিএইচ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ২২ ডিসেম্বর বিনিয়োগকারীদের ব্যাংক হিসেবে লভ্যাংশের টাকা পাঠানো হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
তবে প্রবাসী(এনআরবি) এবং যেসব বিনিয়োগকারীর ব্যাংক হিসাবে অসম্পূর্ণ তথ্য রয়েছে তাদের লভ্যাংশের টাকা আগামী ২৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিতরণ করা হবে। অফিস চলাকালীন এ কোম্পানির প্রধান কার্যালয় ল্যান্ডমার্ক বিল্ডিং (নবম তলা), ১২-১৪ গুলশান নর্থ সি/এ, গুলশান-২ ঢাকা-১০০০, এই ঠিকানা থেকে বিনিয়োগকারীদের লভ্যাংশের অর্থ সংগ্রহ করতে বলা হয়েছে।
(দ্য রিপোর্ট/এইচকে/নূরুল/ডিসেম্বর ২৩, ২০১৩)