শান্তিনগরে ভবনের আগুন নিয়ন্ত্রণে
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর শান্তিনগর এলাকায় একটি ভবনে আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের চেষ্টায় ৬টায় তা নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সর্ভিসের হেড অফিসের ডিউটি অফিসার নিলুফা ইয়াসমিন বলেন, ‘শান্তিনগর এলাকায় একটি ৬তলা ভবনের পঞ্চম তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।’
তবে এতে ক্ষয়ক্ষতি এবং আগুন লাগার কারণ এখনো জানা যায়নি বলেও জানান তিনি।
(দ্য রিপোর্ট/এনইউডি/এনডিএস/রাসেল/ডিসেম্বর ২৪,২০১৩)