উদ্দেশ এরই মধ্যে সফল হয়েছে : স্নোডেন
দ্য রিপোর্ট ডেস্ক : মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার তথ্য ফাঁসকারী সাবেক সিআইএ কর্মকর্তা অ্যাডওয়ার্ড স্নোডেন বলেছেন, তার উদ্দেশ্য এরই মধ্যে সফল হয়েছে। তার ফাঁস করা তথ্যের কারণে মার্কিন নজরদারি নীতি পরিবর্তনের পরিপ্রেক্ষিতে এ কথা জানান তিনি।
ওয়াশিংটন পোস্টের অনলাইনে সোমবার রাতে প্রকাশিত এক সাক্ষাৎকারে স্নোডেন বলেন, সাংবাদিকরা এখন সরকারের ইন্টারনেট ও ফোনে নজরদারির ব্যাপারে জানাতে পারবে। এজন্য তিনি সন্তুষ্ট। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে সন্ত্রাসী হামলার পর থেকেই মার্কিন সরকার এ গোপন নজরদারি চালিয়ে আসছিল।
তিনি বলেন, ‘আমার জন্য এটা এক ধরনের ব্যক্তিগত সন্তুষ্টি। আমার উদ্দেশ্য এরই মধ্যে সফল রয়েছে। আমি এরই মধ্যে জিতে গেছি।’
তিনি আরো বলেন, ‘যখন থেকে সাংবাদিকরা তাদের পেশাগত কাজ শুরু করতে সক্ষম হয়েছে, তখন থেকেই আমি যা করতে চেয়েছি তা বৈধতা পেয়েছে। কারণ আমি সমাজ বদলে দিতে চাইনি। আমি চেয়েছি সমাজকে সেই সুযোগ করে দিতে, যেন সমাজ নিজেই এর বদলানো উচিত কি না তা নির্ধারণ করতে পারে।’
সাক্ষাৎকারে স্নোডেন আরো বলেন, তিনি তার সাবেক কর্মক্ষেত্র কিংবা মার্কিন সরকারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেননি।
তিনি বলেন, ‘আমি এনএসএ’কে খাটো করতে চায়নি। আমি এনএসএ’র উন্নয়নের জন্যই কাজ করেছি। আমি এখনো এনএসএ’র জন্য কাজ করছি। তবে তারা সেটা বুঝতে পারছে না।’
তবে, হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে স্নোডেনের সাক্ষাৎকারের ব্যাপারে কোনো মন্তব্য করেনি।
এর আগে প্রেসিডেন্ট বারাক ওবামা সোমবার এনএসএ’র ফোনে নজরদারি আংশিক পরিবর্তনের ব্যাপারে ইঙ্গিত দেন। সূত্র: এপি।
(দ্য রিপোর্ট/কেএন/জেএম/নূরুল/ডিসেম্বর ২৪, ২০১৩)