দ্য রিপোর্ট ডেস্ক : জাতিসংঘ মঙ্গলবার জানিয়েছে, দক্ষিণ সুদানের প্রায় ৪৫ হাজার নাগরিক দেশটিতে জাতিসংঘের স্থাপনায় আশ্রয় নিয়েছে। নতুন জন্ম নেওয়া দেশটির দশটি প্রদেশের মধ্যে পাঁচটিতেই সংঘর্ষ ছড়িয়েছে পড়েছে বলেও সংস্থাটি জানিয়েছে। খবর এনডিটিভির।

জাতিসংঘ জানিয়েছে, রাজধানী জুবায় দুটি আশ্রয়কেন্দ্রে প্রায় ২০ হাজার মানুষ আশ্রয় নিয়েছে। আর পূর্বাঞ্চলীয় অস্থিতিশীল জংলেই প্রদেশের অস্ত্রধারীদের নিয়ন্ত্রিত বোর শহরের আশ্রয়কেন্দ্রে ১৭ হাজার মানুষ আশ্রয় নিয়েছে। এছাড়া অস্ত্রধারীদের নিয়ন্ত্রিত তেলসমৃদ্ধ ইউনিটি প্রদেশের রাজধানী বেনতিউ’র একটি আশ্রয়কেন্দ্রে আরও ৭ হাজার মানুষ আশ্রয় নিয়েছে। অন্য আরেকটি তেলসমৃদ্ধ প্রদেশ আপার নিলে ‘বিক্ষিপ্ত সংঘর্ষের’ খবরও দিয়েছে সংস্থাটি।

জাতিসংঘ বলছে, এই চারটি এবং অন্যান্য আশ্রয়কেন্দ্রে প্রায় ৪৫ হাজার মানুষ আশ্রয় নিয়েছে।

জাতিসংঘের অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ) তাদের সর্বশেষ প্রতিবেদনে জানিয়েছে, দেশটিতে সাম্প্রতিক অস্থিতিশীলতায় ৮১ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

সাহায্যকর্মীরা জানিয়েছেন, এখন পর্যন্ত পাঁচ শ’ ব্যক্তি নিহত হয়েছে। যদিও ধারণা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরও বেশি। এছাড়াও হাজার হাজার মানুষ মূল শহর ছেড়ে গ্রামের দিকে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

জাতিসংঘ বলছে, দেশটিতে মানবতার বিরুদ্ধে হত্যার মত মারাত্মক সব অপরাধ সংঘটিত হচ্ছে।

তবে দেশটিতে চলমান সংকটের মধ্যে মূল চিন্তার বিষয় হচ্ছে বোর শহর। গত বুধবার বিরোধী অস্ত্রধারীরা এই শহরটি দখল করে নেয়। এদিকে দেশটির সরকার জানিয়েছে, বোর শহরের নিয়ন্ত্রণ নিতে সেনাবাহিনী অভিযানের প্রস্তুতি নিচ্ছে।

(দ্য রিপোর্ট/আদসি/জেএম/নূরুল/ডিসেম্বর ২৪, ২০১৩)