দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৪ ডিসেম্বর, মঙ্গলবার দর বাড়ার শীর্ষ-১০ কোম্পানির তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে অ্যাপোলো ইস্পাত। এদিন এ শেয়ারের দর বেড়েছে ৭৩.১৮ শতাংশ। এদিন কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তালিকার অন্য কোম্পানিগুলোর মধ্যে কোহিনূর কেমিক্যালের শেয়ার দর বেড়েছে ৬.১৭ শতাংশ বা ২২.৩ টাকা, এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪.৩৪ শতাংশ বা ০.৩ টাকা, ব্যাংক এশিয়ার ৩.৭৫ শতাংশ বা ০.৮ টাকা, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৩.৬১ শতাংশ বা ২.৪ টাকা, বিডি বিল্ডিংয়ের ৩.৪৬ শতাংশ বা ২.৪ টাকা, রংপুর ফাউন্ড্রির ৩.৩৩ শতাংশ বা ৩.১ টাকা, বঙ্গজের ২.৫৫ শতাংশ বা ১২ টাকা, বে-লিজিংয়ের ২.৫৫ শতাংশ বা ০.৯ টাকা এবং গোল্ডেন সনের শেয়ার দর বেড়েছে ২.৩৮ শতাংশ বা ১.৪ টাকা।

(দ্য রিপোর্ট/এইচকে/রাসেল/ডিসেম্বর ২৪, ২০১৩)