দ্য রিপোর্ট ডেস্ক : অরবিন্দ কেজরিওয়াল তাকে সরকারিভাবে বরাদ্দ দেওয়া একটি বাড়ি নিতে অস্বীকৃতি জানিয়েছেন। দিল্লীর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে তার নামে এই বাড়ি বরাদ্দ দেওয়া হয়েছিল। খবর টাইমস অব ইন্ডিয়ার।

দিল্লির প্রধান সচিব মঙ্গলবার সকালে শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা এবং মন্ত্রিসভার সদস্যদের নাম জানার জন্য মঙ্গলবার কেজরিওয়ালের সঙ্গে দেখা করেন। এ সময় প্রধান সচিব কেজরিওয়ালকে ওই বাড়ি বরাদ্দ দিতে চাইলে তিনি আনুষ্ঠানিকভাবে সেটি গ্রহণ করতে অস্বীকৃতি জানান।

এর আগে সোমবার আম আদমি পার্টি দিল্লিতে সরকার গঠনের ঘোষণা দেয়। ওই দিনই কেজরিওয়াল দিল্লি পুলিশের নিরাপত্তা গ্রহণে অস্বীকৃতি জানান। এ সময় তিনি বলেন, ‘স্রষ্টাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা’।

দিল্লি পুলিশকে দেওয়া এক চিঠিতে কেজরিওয়াল বলেন, ‘নিরাপত্তা দিতে চাওয়ার জন্য ধন্যবাদ। তবে আমি ইতোমধ্যেই আপনাকে জানিয়েছি যে, আমার নিরাপত্তার দরকার নেই। আমার গাড়ি প্রহরা দেওয়ার দরকার নেই। স্রষ্টা আমার সবচেয়ে বড় নিরাপত্তা।’

এদিকে প্রেসিডেন্ট প্রণব মুখার্জি অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লির সপ্তম মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। প্রেসিডেন্ট প্রণব মুখার্জি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তার কাছে কেজরিওয়ালের নিয়োগপত্র হস্তান্তর করেছেন বলে জানা গেছে।

(দ্য রিপোর্ট/আদসি/জেএম/নূরুল/ডিসেম্বর ২৪, ২০১৩)