দ্য রিপোর্ট ডেস্ক : পরিবেশবাদী সংগঠন গ্রিনপিসের ৩০ কর্মীর বিরুদ্ধে আনা ফৌদজারি মামলা প্রত্যাহার করে নিয়েছে রাশিয়া।

চলতি বছরের সেপ্টেম্বরে গ্রিনপিসের কর্মীরা উত্তর সাগরে রাশিয়ার একটি তেল প্লাটফর্মে প্রবেশ করলে রাশিয়ান বাহিনী তাদের আর্কটিক সানরাইজ নামে জাহাজটি আটক করে। সেই সময় জাহাজে থাকা ৩০ গ্রিনপিসকর্মীকে আটক করা হয়। তাদের মধ্যে দুইজন ফ্রিল্যান্স সাংবাদিকও রয়েছেন।

তাদের বিরুদ্ধে প্রথমে জলদস্যুতা ও পরে গুন্ডামির অভিযোগ আনা হয়।

রাশিয়ার নতুন সাধারণ ক্ষমার অধীনে তাদের মুক্তি দেওয়া হয়। সম্প্রতি সাধারণ ক্ষমার অধীনে বেশ কয়েকজনকে মুক্তি দিয়েছে রাশিয়া। তাদের মধ্যে পুসি রায়ট পাংক ব্যান্ডের দুই সদস্যও রয়েছেন। সূত্র : বিবিসি।

(দ্য রিপোর্ট/কেএন/জেএম/নূরুল/ডিসেম্বর ২৪, ২০১৩)