বাংলামোটরে হিজবুত তাহরীরের এক সদস্য আটক
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর বাংলামোটর এলাকা থেকে বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের এক কর্মীকে আটক করেছে পুলিশ। তার নাম আরাফাত।
মঙ্গলবার বেলা আড়াইটার দিকে বাংলামোটর থেকে আরাফাতকে আটক করে শাহবাগ থানা পুলিশ। তাকে প্রচারপত্র বিলির সময় আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ২৭ ডিসেম্বর মুক্তাঙ্গনে হিযবুত তাহরীরের সমাবেশের প্রচারপত্র বিলি করছিলেন এই যুবক। তখন সেখানে টহলরত পুলিশের চোখে পড়লে পুলিশ হিজবুতকর্মীকে আটক করে থানায় নিয়ে যায়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সিরাজুল ইসলাম জানান, হিযবুত তাহরীরের ২৭ ডিসেম্বর সমাবেশের প্রচারপত্র বিলি করার সময় আরাফাত নামের এক হিজবুতকর্মীকে প্রচারপত্রসহ হাতেনাতে আটক করা হয়।
(দ্য রিপোর্ট/এনইউডি/এপি/ডিসেম্বর ২৪, ২০১৩)