সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি ও দক্ষিণ সুনামগঞ্জ থানা জমিয়তের সভাপতি মাওলানা আফসার উদ্দিনকে (৫২) আটক করেছে পুলিশ।

উপজেলার জয়কলস এলাকা থেকে মঙ্গলবার দুপর ২টার দিকে তাকে আটক করে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ। তিনি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের উজানীগাঁও গ্রামের মৃত নাজির আলীর ছেলে।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন দ্য রিপোর্টকে জানান, সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের জয়কলস এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনাকালে আফসার উদ্দিনকে আটক করা হয়।

(দ্য রিপোর্ট/আরএআর/এমএইচও/জেএম/ডিসেম্বর ২৪, ২০১৩)