সিলেট অফিস : সিলেটের বিশ্বনাথে মিছিল থেকে একটি প্রাইভেটকার ও ৫-৬টি বাস ভাঙচুর করে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা।

বিশ্বনাথ থানা কম্পাউন্ডের পাশেই মঙ্গলবার বিকাল পৌনে ৫টায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার এসআই রফিক মিয়া দ্য রিপোর্টকে বলেন, ১৮ দলের মিছিল থেকে হঠাৎ করেই থানা কম্পাউন্ডের পাশে রাখা গাড়ি ও বাস ভাঙচুর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে ১৮ দলের নেতাকর্মীরা ওই স্থান ত্যাগ করে।

এদিকে, পরবর্তী সহিংসতা এড়াতে উপজেলা সদরের বিভিন্ন স্থানে পুলিশের টহলও বাড়ানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এমজেসি/এফএস/জেএম/ডিসেম্বর ২৪, ২০১৩)