পাবনা সংবাদদাতা : পাবনা-নগড়বাড়ি মহাসড়কের ধোপাঘাটায় ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন জেলার সুজানগর উপজেলার মৃত জালাল উদ্দিন খন্দকার জিলার ছেলে সুজা উদ্দিন (২৪) ও একই গ্রামের শুকুর আলীর ছেলে সেলিম রেজা (৩০)।

আহতদের মধ্যে ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, পাবনা-ঢাকা মহাসড়কের ধোপাঘাটায় শহরের দিকে আসা একটি শ্যালোইঞ্জিনচালিত নসিমনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন নসিমন যাত্রী নিহত ও অপর ৪ জন আহত হন। পুলিশ ট্রাকটিকে আটক করতে পারেনি বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/এমআর/এমএইচও/জেএম/ডিসেম্বর ২৪, ২০১৩)