টাঙ্গাইল সংবাদদাতা : জেলার গোপালপুর উপজেলা বিএনপির নেতাকর্মীদের হামলায় হেমনগর ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শরিফ ও কনস্টেবল মজিবর গুরুতর আহত হয়েছেন। এ সময় পুলিশের একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন সরকার দ্য রিপোর্টকে জানান, উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের ঘোরামারা গ্রামে মঙ্গলবার বিকেলে এসআই শরিফ ও কনস্টেবল মজিবর একটি মামলার তদন্ত করতে যান। এ সময় বিএনপির নেতাকর্মীরা দুই পুলিশ কর্মকর্তাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ও তাদের ব্যবহৃত মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে।

টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ্ মোহাম্মদ তানভীর ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আহত পুলিশ সদস্যদের অবস্থা আশঙ্কাজনক। কনস্টেবল মজিবরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও এসআই শরিফকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এআরটি/এমএইচও/এসবি/ডিসেম্বর ২৪, ২০১৩)