‘মার্চ ফর ডেমোক্রেসি’ সফলের আহবান জামায়াতের
দ্য রিপোর্ট প্রতিবেদক : বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়া ঘোষিত ২৯ ডিসেম্বর ‘মার্চ ফর ডেমোক্রেসি’ নামের ঢাকা অভিমুখে অভিযাত্রা কর্মসূচি শান্তিপূর্ণ ও সর্বাত্মকভাবে সফল করার আহবান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী
দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহবান জানান।
বিবৃতিতে তিনি বলেন, সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন একদলীয় প্রহসনের নির্বাচনের ষড়যন্ত্র করে দেশকে ধ্বংসের গহ্বরে নিপতিত করেছে। বিশ্বসম্প্রদায় থেকে সরকার বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখন বাংলাদেশকে গোটা দুনিয়ার মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে।
বিবৃতিতে সরকার দেশকে দীর্ঘ মেয়াদী সংকটে ফেলার চক্রান্তে লিপ্ত রয়েছে অভিযোগ করে আরো বলা হয়, সরকার দেশে গণহত্যা, গণগ্রেফতার, গণনির্যাতন চালিয়ে এক নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে। সরকারের জুলুম, নির্যাতন থেকে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধসহ কোন নাগরিক নিরাপদ নয়। প্রতিদিনই খুন হচ্ছে মানুষ। সরকারদলীয় ক্যাডাররা মানুষের ঘর-বাড়ি লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে। দেশ এভাবে চলতে পারে না।
জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে একদলীয় প্রহসনের নির্বাচন বাতিল করে অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনর্বহালের দাবি জানানো হয় বিবৃতিতে।
(দ্য রিপোর্ট/কেএ/এমএআর/ডিসেম্বর ২৪, ২০১৩)