দ্য রিপোর্ট ডেস্ক : বাংলাদেশের জেলে ১২ বছর কারোভোগের পর দুই ভারতীয় বিচ্ছিন্নতাবাদীকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

ত্রিপুরা পুলিশের এক মুখপাত্র মঙ্গলবার বলেন, ‘বেলোনিয়া চেকপোস্ট দিয়ে সোমবার সন্ধ্যায় বিজিবি এনএলএফটি’র (ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরা) দুই সদস্যকে বিএসএফের কাছে হস্তান্তর করেছে।’

ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে ১২০ কিলোমিটার দক্ষিণে বেলোনিয়া চেকপোস্ট এলাকায় বিদ্যা দেব্বারমা ও বুদ্ধুলিয়া জামাতিয়া নামে ওই দুই ব্যক্তিকে গ্রহণ করে বিএসএফ। এরপর বিএসএফ তাদের ত্রিপুরা পুলিশের কাছে হস্তান্তর করে। উভয়ের বয়স ৩০ থেকে ৪০-এর মধ্যে বলে জানিয়েছে পুলিশ।

২০০১ সালে অবৈধভাবে বাংলাদেশ সীমান্ত পার হওয়ার সময় বিজিবি তাদের আটক করে। এরপর আদালত তাদের ১২ বছরের জেল দেয়।

(দ্য রিপোর্ট/এসকে/জেএম/ডিসেম্বর ২৪, ২০১৩)