বগুড়া সংবাদদাতা : স্থানীয় জামায়াত নেতার কাছ থেকে ঘুষ হিসেবে দুই ভাইয়ের নামে জমি লিখে নেওয়ার ঘটনায় বগুড়ার শাজাহানপুর থানার ওসি মাহমুদুল আলমের বিরুদ্ধে দুটি তদন্ত দল কাজ শুরু করেছে।

এসপি’র গঠিত তদন্ত দল সোমবার থেকে কাজ শুরু করলেও রাজশাহী বিভাগীয় তদন্ত দল মঙ্গলবার সরেজমিনে তদন্ত কাজ শুরু করেছে।

পুলিশের তদন্ত কমিটি আগামী ৫ দিনের মধ্যে প্রতিবেদন পেশ করবে বলে জানিয়েছেন কমিটি প্রধান বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম।

তিনি বলেন, ‘শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলমের বিরুদ্ধে উত্থাপিত ঘুষ হিসেবে জমি গ্রহণের ঘটনায় পুলিশের রাজশাহী বিভাগীয় রেঞ্জের গঠিত তদন্ত দল মঙ্গলবার সকাল থেকে সরেজমিনে তদন্ত কাজ শুরু করেছে। তদন্ত দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন রাজশাহী পুলিশের ডিআইজি’র কার্যালয়ের কমান্ডিং অফিসার রেঞ্জ রিজার্ভ পোস্ট (সিওআরআরপি) হারুন অর রশিদ।’

অন্যদিকে, অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ আবু সায়েমকে প্রধান করে গঠিত তদন্ত দল সোমবার থেকে সরেজমিনে তদন্ত কাজ শুরু করেছে। এ কমিটি আগামী ৪/৫ দিনের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন কর্তৃপক্ষের কাছে জমা দেবে।

বগুড়া পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম বলেন, ‘শাজাহানপুর থানার ওসি মাহমুদুল আলমের বিরুদ্ধে জমি নেওয়ার ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত দল সোমবার থেকে কাজ শুরু করেছে। প্রতিবেদন হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

প্রসঙ্গত, এর আগে শাহজাহানপুর উপজেলার জামায়াত নেতা ও উপজেলা চেয়ারম্যান মাওলানা ইয়াছিন আলীর কাছ থেকে ঘুষ ‍হিসেবে ৪০ লাখ টাকা মূল্যের ৫ শতাংশ জমি নিজ দুই ভাইয়ের নামে লিখে নেন ওসি মাহমুদুল। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে পুলিশ প্রশাসন এতে নড়েচড়ে ওঠে।

(দ্য রিপোর্ট/এএইচ/এসকে/ডিসেম্বর ২৪, ২০১৩)