চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। হালি শহর, বাকলিয়া ও লোহাগাড়ায় এ সব দুর্ঘটনা ঘটনা ঘটে।
হালি শহর থানার ডিউটি অফিসার মো. শরীফ জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় একটি ট্রাক ব্যাটারিচালিত রিকশাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন যাত্রী শাহজাহান। আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, রাত ৮টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের একটি বাস রাহাত্তারপুল এলাকায় ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
লোহাগাড়া থানার ওসি আবুল কালাম জানান, রাত ৯টার দিকে লোহাগাড়ার চুনতি হাজি রাস্তা মোড়ে চলন্ত জিপের ধাক্কায় কিশোর মো. সবুর (১৭) নিহত হয়। সে আজিজনগর মিশন পাড়া এলাকার আহমদ ছফার ছেলে। এ সময় আহত হয়েছেন মো. নুরুন্নবী (২৮)। তিনি একই এলাকার আবদুর রশিদের ছেলে।
(দ্য রিপোর্ট/কেএইচসি/এসবি/ডিসেম্বর ২৪, ২০১৩)