দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শুধু আনসার সদস্যদের জন্য ৭০ হাজার ৪৩টি রাইফেল ও ২৮ লাখ ১ হাজার ২০ রাউন্ড গুলি ‘ধার’ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা বিষয়টি নিয়ে চিঠি চালাচলি করছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ‘একতরফা’ ১৪৫ আসনে নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছে নির্বাচন কমিশন। পুলিশের পাশাপাশি আনসার বাহিনীকেও প্রস্তুত রাখা হচ্ছে। এর অংশ হিসেবে আনসারকে ৭০ হাজার ৪৩টি রাইফেলের একটি চাহিদা পুলিশ সদর দফতর হতে ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আনসারকে এই অস্ত্র পুলিশ বাহিনীর অনুকূলে সশস্ত্র বিভাগ হতে ধারে আনার প্রস্তাব দেওয়া হবে। অস্ত্রের পাশাপাশি ২৮ লাখ ১ হাজার ২০ রাউন্ড গুলির চাহিদাও করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মো. হাবিবুর রহমান বলেন, সংসদ নির্বাচনের পূর্বে আনসার বাহিনীর জন্য অস্ত্র ধারে নেওয়ার রেওয়াজ নতুন নয়। আইনশৃঙ্খলা রক্ষার জন্য প্রতি নির্বাচনে সশস্ত্র বিভাগ হতে ধারে আনসার অস্ত্র নেয় ও নির্বাচনের পর আবার তা ফেরত দেওয়া হয়।

নির্বাচন কমিশন সূত্র জানায়, দশম জাতীয় সংসদ নির্বাচনে ১৪৫ আসনে ১৮ হাজার কেন্দ্র ভোটগ্রহণ করা হবে। প্রতিটি কেন্দ্র পুলিশের পাশপাশি ১২ জন আনসার সদস্য থাকবে। তাদের মধ্যে অন্তত ৩/৪ জন সশস্ত্র আনসার সদস্য দায়িত্ব পালন করবে।

(দ্য রিপোর্ট/কেজেএন/এসবি/ডিসেম্বর ২৪, ২০১৩)