বাসে পেট্রোল বোমা, ট্রাফিক পুলিশ নিহত
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর বাংলামোটরে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ট্রাফিক পুলিশ বহনকারী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলে সাইদুর রহমান নামের ট্রাফিক পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। এছাড়া ফয়জুল ইসলাম নামের অপর পুলিশ সদস্যসহ দগ্ধ হয়েছেন চালক বায়েজিদ (২৫)।
ঘটনাস্থল থেকে দ্য রিপোর্টের প্রতিবেদক বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) এম আব্দুল জলিল ট্রাফিক পুলিশ সদস্য নিহতের বিষয়টিও নিশ্চিত করেছেন। তবে তিনি কোন সেক্টরে ডিউটি করতেন তা জানাতে পারেননি।
ওই ঘটনায় দগ্ধ কনস্টেবল ফয়জুল ইসলামকে (৪০) রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানান।
চিকিৎসক জানান, ফয়জুল ইসলামের শরীরের ১৪ শতাংশ পুড়ে গেছে। তিনি আশঙ্কামুক্ত নন। এ ছাড়া চালক বায়েজিদের বাঁ হাতসহ শরীরের ৪ শতাংশ দগ্ধ হয়েছে।
ফয়জুল ইসলাম ট্রাফিক দক্ষিণ বিভাগে কর্মরত ছিলেন।
রমনা থানার উপ-পরির্দশক নাজমুল ইসলাম রাত ১২টা ১০ মিনিটের দিকে নিহত ট্রাফিক পুলিশ সদস্যের লাশ ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।
ফায়ার সর্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মোহাম্মদ বাবুল হোসেন জানান, বঙ্গবাজার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিভিয়ে ফেলে।
সালাউদ্দিন সোহেল নামের এক প্রত্যক্ষদর্শী জানান, দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে এসে থেমে থাকা ওই গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।
পরে তারা দগ্ধদের টেনে গাড়ি থেকে বের করেন।
(দ্য রিপোর্ট/এসআর/কেজেএন/আরএইচ/এমএআর/এম/ডিসেম্বর ২৪, ২০১৩)