এবার দগ্ধ ট্রাকচালক ও হেলপারের মৃত্যু
দ্য রিপোর্ট প্রতিবেদক : গাজীপুরে পেট্রোল বোমা হামলায় দগ্ধ ট্রাকচালক মো. নজরুল ইসলামের (২৭) মৃত্যু হয়েছে। রাত সাড়ে ১২টায় ঢাকা মেডিকেলের (ডিএমসি) বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ছাড়া ২১ ডিসেম্বর সিরাজগঞ্জের বানিয়াগাতি এলাকায় পেট্রোল বোমা হামলায় দগ্ধ ট্রাকের হেলপার মাজেদুল ইসলাম (৩৫) চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১১টায় ডিএমসিতে মারা যান।
নজরুল ইসলামের বাড়ি টাঙ্গাইলের কালীহাটি থানার মালতি গ্রামে। তার বাবার নাম ফজর আলী।
নজরুল ইসলামের সহযোগী (হেলপার) নুরুজ্জামান দ্য রিপোর্টকে জানান, সোমবার রাত ৮টায় গাজীপুর সফিপুর এলাকায় পেট্রোল বোমা হামলার শিখার হন তারা। গুরুতর দগ্ধ হন চালক নুজরুল ইসলাম। পরে তাকে ঢাকা মেডিকেলে আনা হয়।
তিনি আরো জানান, দিনাজপুর থেকে চাল বোঝাই করে তারা চট্টগ্রামের কাপ্তাই যাচ্ছিলেন।
ডিএমসির কর্তব্যরত চিকিৎসক (নাম প্রাকাশে অনিচ্ছুক) জানান, নজরুল ইসলামের শরীরের ২০ শতাংশ পুড়ে গেছিল। রাত সাড়ে ১২টায় তার মৃত্যু হয়।
অন্যদিকে, ২১ ডিসেম্বর সিরাজগঞ্জের বানিয়াগাতি এলাকায় পেট্রোল বোমা হামলায় দগ্ধ হন ট্রাক চালক মোহাম্মদ শাহিন (২৮) এবং তার সহযোগী (হেলপার) মাজেদুল ইসলাম। ২২ ডিসেম্বর তাদের ডিএমসির বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
মাজেদুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সোয়া ১১টায় মারা যান। তিনি নওগাঁ জেলার উল্লাসপুর গ্রামের ঈসা হকের পুত্র।
মাজেদুলের বড় বোন সুমি আক্তার জানান, নওগাঁ থেকে কাঁচামাল নিয়ে কুমিল্লার নিলসা বাজারে যাওয়ার সময় সিরাজগঞ্জের বানিয়াগাতি এলাকায় তারা পেট্রোল বোমা হামলার শিকার হয়।
কর্তব্যরত চিকিৎসক (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল।
ডিএমসি পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হোক নুজরুল ইসলাম ও মাজেদুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
(দ্য রিপোর্ট/এসআর/এমএআর/ডিসেম্বর ২৫, ২০১৩)