নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কূটনীতিকরা
দ্য রিপোর্ট প্রতিবেদক : বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ঢাকায় অবস্থানকারী বিভিন্ন দেশের কূটনীতিকরা। তারা তাদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন।
সরকারের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সকল বিদেশি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে মঙ্গলবার সকালে ও বিকেলে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়।
সকালের বৈঠকে যুক্তরাষ্ট্র, রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, চীন, জাপান, ব্রাজিল, নরওয়ে ও জাতিসংঘের শীর্ষস্থানীয় কূটনীতিকরা উপস্থিত ছিলেন।
বিকেলের বৈঠকটি অনুষ্ঠিত হয় ওআইসিভুক্ত দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে।
উভয় বৈঠকে কূটনীতিকরা রাজধানীর গুলশান ও বারিধারা এলাকার নিরাপত্তা বাড়ানোর অনুরোধ জানান।
পররাষ্ট্রমন্ত্রী তাদেরকে আশ্বস্ত করে জানান, কূটনৈতিক এলাকায় নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি বাংলাদেশে অবস্থিত বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি পদক্ষেপ নেবেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের সকল জনগণকে নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে। একই সঙ্গে ঢাকার সকল দূতাবাসের নিরাপত্তাও জোরদার করা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বিদেশি কূটনীতিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ভিয়েনা কনভেনশন অনুযায়ী বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করবে। বিদেশি দূতাবাসের পাশাপাশি তাদের বাসভবন, বিদ্যালয়, সাংস্কৃতিক কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠানেরও নিরাপত্তা জোরদার করা হবে।
উভয় বৈঠকেই পররাষ্ট্রমন্ত্রী বিদেশি কূটনীতিকদের জানান, নির্বাচন সামনে রেখে বিভিন্ন জঙ্গি-সন্ত্রাসী গোষ্ঠী ও জামায়াত-শিবির ক্যাডারদের হাত থেকে সাধারণ জনগণকে রক্ষার লক্ষ্যে সরকার নিরাপত্তা জোরদার করেছে।
অপরদিকে ওআইসির রাষ্ট্রদূতরা জানিয়েছেন, নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ একটি কঠিন সময় পার করলেও বিশ্বের মুসলিম জনগণ সবসময় বাংলাদেশের পাশে রয়েছে। এছাড়া গুলশান-বারিধারায় নিরাপত্তা জোরদার করায় ওআইসি অন্তর্ভুক্ত দেশের রাষ্ট্রদূতরা সন্তোষ প্রকাশ করেন।
এর আগে সোমবার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক ও আসিয়ানের সদস্য দেশগুলোর রাষ্ট্রদূত ও কূটনৈতিক মিশনের প্রধানদের বৈঠক হয়। ওই দিনের বৈঠকেও কূটনৈতিক জোন হিসেবে পরিচিত গুলশান ও বারিধারায় নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়।
(দ্য রিপোর্ট/জেআইএল/এআইএম/ডিসেম্বর ২৫, ২০১৩)