দ্য রিপোর্ট প্রতিবেদক : পুলিশের ওপর হামলার ঘটনা ‘রাষ্ট্রযন্ত্রের ওপর আঘাত’ উল্লেখ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বলেছেন, আমরা ঝুঁকি নিয়ে কাজ করছি। এর আগেও আমরা ঝুঁকি নিয়ে কাজ করেছি, এখনও করছি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত ও নিহত ট্রাফিক পুলিশ সদস্যদেকে দেখে ফেরার পথে রাত সাড়ে ১২টার দিকে সেখানে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, চরম আত্মত্যাগের মধ্য দিয়ে আমাদের কাজ করতে হচ্ছে। আজ আমরা আমাদের এক সহকর্মীকে হারিয়েছি।

অবরোধ শেষ হওয়ার পরও কেন হামলা হচ্ছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কেন হচ্ছে সেটা আপনারাও ভালো জানেন।’ তিনি চলমান সহিংসতা প্রতিরোধে দেশের বিদগ্ধজনদের এগিয়ে আসার আহ্বান জানান।

ডিএমপি কমিশনার বেনজীর আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এসআর/এমএআর/লতিফ/ডিসেম্বর ২৫, ২০১৩)