দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর রূপনগর দোয়ারি পাড়ায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে খাইরুল ইসলাম বাবু (২৫) নামের এক যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া আহত হয়েছেন তিনজন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ডিএমসি) চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতরা হলেন- আতিকুর রহমান (২২), মেহেদি হাসান (২২) ও মাহবুব হোসেন (৩০)। তারা সকলেই যুবলীগ কর্মী।

গুলিবিদ্ধ খাইরুল ইসলাম বাবু জানান, মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লার নির্বাচনী সমাবেশ শেষে তারা বাসায় ফিরছিলেন। এ সময় ওই আসনের স্বতন্ত্র প্রার্থী সর্দার মো. মান্নান কচির সমর্থকরা তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

গুলি তার বাঁ পায়ে বিদ্ধ হয়। ডিএমসির কর্তব্যরত চিকিৎসক জানান, আহত সবাই আশঙ্কামুক্ত।

(দ্য রিপোর্ট/এসআর/এমএআর/লতিফ/ডিসেম্বর ২৫, ২০১৩)