কক্সবাজার সংবাদদাতা : জেলার টেকনাফের নাফ নদীতে জেলেদের জালে আটকা পড়েছে বিশাল আকারের শাপলা (হাওড়) মাছ। হ্নীলা ইউনিয়নের দমদমিয়া গ্রামের নূর মুহাম্মদের মালিকানাধীন টানা জালে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে মাছটি ধরা পড়ে। এর ওজন প্রায় ২০ মণ।

এলাকার প্রবীণ মৎস্য ব্যবসায়ী আবুল কাসেম জানান, জীবনের প্রথমবার এত বড় হাওড় মাছ দেখেছি। মাছটির বয়স আনুমানিক ৩০/৩৫ বছর হবে।

মাঝি কামাল হোছেন জানান, তাদের ১৪ জন প্রতিদিনের মতো সকালে মাছ ধরতে যান। ফিরে আসার পথে জালে মাছটি ধরা পড়ে।

বড় আকারের হাওড় (আঞ্চলিক ভাষায়) মাছ ধরা পড়েছে শুনে এক নজর সেটি দেখতে শত শত মানুষ ভিড় করে। সাধারণত এই মাছ নাফ নদীতে পাওয়া যায় না, সাগরে পাওয়া যায়।

(দ্য রিপোর্ট/এএ/এমএআর/লতিফ/ডিসেম্বর ২৫, ২০১৩)