মাওয়া-কাওড়াকান্দি ঘাটে যানজট
মাদারীপুর সংবাদদাতা : ১৮ দলের অবরোধ কর্মসূচি শেষ হওয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলো থেকে রাজধানীর উদ্দেশ্যে ছেড়ে আসা পণ্যবাহী এবং যাত্রবাহী পরিবহনের সংখ্যা বাড়তে থাকে। এতে মাওয়া-কাওড়াকান্দি ঘাটে বুধবার সকাল থেকে যানজটের সৃষ্টি হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কাওড়াকান্দি ঘাট থেকে প্রায় দেড় কিলোমিটারজুড়ে পণ্যবাহি ট্রাকের দীর্ঘ সারি রয়েছে। অন্যদিকে সকাল ৬টা থেকেই লঞ্চে যাত্রীদের চাপ বাড়তে থাকে।
মঙ্গলবার রাতে পদ্মা নদীতে কুয়াশা থাকায় ফেরি চলাচল বিঘ্নিত হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এই সুযোগে লঞ্চ-স্পিডবোটে বাড়তি টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছে যাত্রীরা।
বরিশাল থেকে আসা দিনমজুর আবেদ আলী বলেন, ‘আগে লঞ্চে ১০ টাকায় পারাপার হতাম। কিন্তু এখন ঘাট থেকে ২০ টাকা নেওয়া হচ্ছে। ঢাকায় কাজ করি বিধায় শুক্রবার দিনই যেতে হচ্ছে। এভাবে বেশি টাকা নিলে আমাগো খুবই কষ্ট হয়।’
কাওড়াকান্দি ঘাটের সহকারী ব্যবস্থাপক আব্দুল বাতেন জানান, ১৮ দলের প্রতিটি অবরোধ কর্মসূচি শেষে নৌপথসহ সকল স্তরের যোগাযোগ করার মাধ্যমে যাত্রীদের চাপ বেড়ে যায়। ফলে আমরা চেষ্টা করি ফেরি চলাচল স্বাভাবিক রাখতে। যত দ্রুত সম্ভব যানজট কমাতে। আইনশৃঙ্খলা রক্ষার জন্য উভয় ঘাট এলাকায় অতিরিক্ত পুলিশ রয়েছে।
(দ্য রিপোর্ট/এএইচ/এমসি/লতিফ/ডিসেম্বর ২৫, ২০১৩)