গাংনীতে আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা
মেহেরপুর সংবাদদাতা : জেলার গাংনী পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল আমিনকে (৩৬) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ২টার সময় তার লাশ উদ্ধার করা হয়।
নূরুল আমিন গাংনীর ১ নম্বর ওয়ার্ডের বাঁশবাড়িয়া গ্রামের নাছির উদ্দিনের ছেলে।
নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে গাংনী বাজার থেকে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেনের প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃ্ত্তরা তাকে কুপিয়ে হত্যা করে ফেলে রাখে। রাত ২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
কে বা কারা এবং কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা পরিবারের লোকজন বলতে পারেননি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। হত্যার বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
(দ্য রিপোর্ট/এমআর/এমএআর/এমডি/লতিফ/ডিসেম্বর ২৫, ২০১৩)