পাবনা সংবাদদাতা : পাবনার সাঁথিয়ায় আমিরুল ইসলাম (২৮) নামের এক মাইক্রোবাস চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার দোপ মাঝগ্রাম এলাকা থেকে বুধবার সকাল ১০টায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আমিরুল উপজেলার মাঝগ্রাম ফকিরপাড়া এলাকার জাবেদ আলীর ছেলে। সে সাঁথিয়া পৌর সদরের ফকিরপাড়া এলাকায় বসবাস করতো।

বেড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু বকর সিদ্দিক জানান, ধারণা করা হচ্ছে মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় ছিনতাইকারীরা যাত্রীবেশে আমিরুলের মাইক্রোবাস ভাড়া করার পর দোপ মাঝগ্রামের মাঠের মধ্যে তাকে গলা কেটে হত্যার পর মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায়।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(দ্য রিপোর্ট/এসআর/এমসি/লতিফ/ডিসেম্বর ২৫, ২০১৩)