নাটোরে যৌথবাহিনীর অভিযানে আটক ১০
নাটোর সংবাদদাতা : নাটোরের বিভিন্ন স্থানে যৌথবাহিনী (র্যাব, পুলিশ ও বিজিবি) অভিযান চালিয়ে বিএনপি- জামায়াতের ১০ কর্মীকে আটক করেছে।
জেলা পুলিশ সুপার ড. নাহিদ হোসেন জানান, মঙ্গলবার রাতব্যাপী যৌথবাহিনীর বিশেষ অভিযানে নাটোর সদর, বড়াইগ্রাম ও লালপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও জামায়াতের ১০ কর্মীকে আটক করা হয়েছে।
হরতাল অবরোধে এলাকায় জ্বালাও-পোড়াওসহ ইটপাটকেল নিক্ষেপ করে গাড়িতে হামলার অভিযোগে তাদের আটক করা হয়েছে।
১৮ দলের জেলা আহ্বায়ক আমিনুল হক জামায়াত-বিএনপির ১০ নেতাকর্মী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সদর উপজেলার হয়বতপুর থেকে ৫ জন এবং অন্যান্য উপজেলা থেকে আরও ৫ জনকে আটক করেছে যৌথবাহিনী।
(দ্য রিপোর্ট/এনএস/এনডিএস/লতিফ/ডিসেম্বর ২৫,২০১৩)