সুন্দরবনে ৩ বনদস্যু গ্রেফতার
সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরার শ্যামগরের গাবুরা এলাকা থেকে আমিনুল বাহিনীর প্রধান আমিনুল ইসলাম খোকনসহ (৫০) তিন বনদস্যুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে তাদের গ্রেফতার করা হয়।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ছগির মিয়া জানান, বুধবার ভোর ৪টার দিকে সুন্দরবনের ত্রাস ও দুর্ধর্ষ বনদস্যু আমিনুল ইসলাম ওরফে খোকন মোল্যা ও তার দুই সহযোগী রেজাউল শেখ (৪২) ও খোকন সরদার (৩৮) গাবুরা এলাকায় জেলেদের কাছ থেকে চাঁদা নিতে আসে। গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন সংলগ্ন গাবুরা গাইন বাড়ি এলাকা পুলিশ তাদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে সুন্দরবনে জেলে অপহরণ, জেলে-বাওয়ালীদের জিম্মি করে চাঁদা আদায়, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
আমিনুল শ্যামনগরের চাঁদনিমুখা গ্রামের জিয়াদ মোল্যার ছেলে। রেজাউল শেখ একই উপজেলার কালিঞ্চি গ্রামের মোকসেদ শেখের ছেলে ও খোকন খুলনার কয়রার জাহেদ সরদারের ছেলে।
(দ্য রিপোর্ট/এমআর/এনডিএস/লতিফ/ডিসেম্বর ২৫,২০১৩)