বেথেলহেমে যিশু ভক্তদের ভিড়
দ্য রিপোর্ট ডেস্ক : বড়দিনের সন্ধ্যা উপযাপন করতে যিশু খ্রিস্টের জন্মস্থান বেথেলহেমে সমাবেত হয়েছে হাজার হাজার যিশুভক্ত।
এ উপলক্ষে উৎসবের আমেজে সেজেছে বেথেলহেমের ম্যানজার স্কয়ার।
যিশু খ্রিস্টের জন্মস্থান খ্যাত গোশালাতেও ভিড় করেছেন অনেকে। বাইবেলে বলা হয়েছে, এই গোশালাতেই জন্ম নিয়েছিলেন যিশু খ্রিস্ট। সেখানে গড়ে তোলা হয়েছে একটি মন্দির।
চলতি বছর মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে পুনরায় শান্তি আলোচনা শুরু হওয়ায় এবারের বড়দিনে বেথেলহেমে বেড়েছে দর্শণার্থীর সংখ্যা।
অন্যদিকে, ভ্যাটিকানে খ্রিস্টানদের ঐতিহ্যবাহী সেন্ট পিটারস স্কয়ারের বাসিলিকায় পোপ ফ্রান্সিস বড়দিনের বাণী দেবেন। (সূত্র: বিবিসি)
(দ্য রিপোর্ট/ কেএন/ এমডি/ শাহ/ডিসেম্বর ২৫, ২০১৩)