কুমিল্লায় বিএনপি-জামায়াতের ৭ কর্মী গ্রেফতার
কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লায় বিএনপি-জামায়াতের ৭ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে জেলার কোতোয়ালি, চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, সদর দক্ষিণ ও বুড়িচং থেকে বিএনপি-জামায়াতের ৭ কর্মীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের নামে থানায় একাধিক মামলা রয়েছে।
জেলা পুলিশ কন্ট্রোল রুম সূত্র দ্য রিপোর্টকে তথ্যটি নিশ্চিত করেছে। তবে গ্রেফতারদের নাম জানা যায়নি।
এ বিষয়ে ছাত্রশিবিরের দক্ষিণ জেলা সভাপতি জয়নাল আবেদিন বলেন, ‘চোয়ারা ডিগ্রি কলেজ ছাত্রশিবির সভাপতি নূরুল ইসলামসহ দক্ষিণ জেলার চারজনকে আটক করেছে পুলিশ।’
(দ্য রিপোর্ট/জেপি/এনডিএস/লতিফ/ডিসেম্বর ২৫,২০১৩)