বরিশাল সংবাদদাতা : ‘খ্রিষ্ট প্রভু এসেছেন আজ মোদের এ ধরণীতে/শান্তি আলো জ্বেলেছেন আজ শান্তি মোদের দিতে’ এই কামনায় নানা কর্মসূচির মধ্যদিয়ে বরিশালে খ্রিষ্টান সম্প্রদায়ের বড়দিন উদযাপিত হয়েছে। শহরের ক্যাথলিক চার্চে বুধবার সকাল সাড়ে ৮টায় প্রার্থনা অনুষ্ঠিত হয়। ফাদার নিকোলাস বাড়ৈ সিএসসি প্রার্থনা পরিচালনা করেন।

বরিশাল নগরীর ক্যাথলিক চার্চ, ব্যাপিস্ট চার্চ ও অক্সফোর্ড মিশনের আওতাভুক্ত ৪টি স্থানে ছাড়াও জেলার গৌরনদী ও বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে একই সময় বড়দিনের অনুষ্ঠান শুরু হয়। ধর্মীয় প্রার্থনা ছাড়াও ক্যারল, সুধি সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গীর্জাগুলোতে বর্ণিল আলোকসজ্জা করা হয়েছে। পহেলা জানুয়ারি বর্ষবরণের প্রার্থনার মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হবে।

বড়দিন উপলক্ষে ফাদার নিকোলাস বাড়ৈ সিএসসি বলেন, ‘প্রভু যিশু শান্তির বাণী নিয়ে এসেছিলেন পৃথিবীর মানুষের শান্তির কামনায়। আমরাও চাইব বাংলাদেশের শান্তি কামনায় বিছিন্ন না থেকে রাজনৈতিক দলগুলো একমঞ্চে এসে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করে ফেলবে। তাহলেই মানুষের মনে শান্তি ফিরবে, মৌলিক অধিকার রক্ষা পাবে।’

(দ্য রিপোর্ট/বিএস/এমসি/লতিফ/ডিসেম্বর ২৫, ২০১৩)