যশোর সংবাদদাতা : যশোরের পল্লীতে আগুনে পুড়ে এক যুবক মারা গেছেন। মঙ্গলবার রাতে তিনি মারা যান। ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুন লেগে তিনি অগ্নিদগ্ধ হন।

নিহতের নাম বিল্লাল হোসেন। তিনি যশোর সদরের মণ্ডলগাতি গ্রামের মরু মিয়ার ছেলে।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি এমদাদুল হক শেখ জানান, বিল্লাল রাতে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ঘরে আগুন লাগলে তিনি দগ্ধ হয়ে মারা যান।

পুলিশের ধারণা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত।

(দ্য রিপোর্ট/জেএম/এফএস/এমডি/শাহ/ডিসেম্বর ২৫, ২০১৩)