সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে ২ জনকে আটক করা হয়েছে। তাদের মঙ্গলবার রাতে পৃথক স্থান থেকে আটক করা হয়। পুলিশ বলছে তারা জামায়াত-শিবিরের কর্মী। অন্যদিকে জামায়াত-শিবির তাদের কোনো কর্মী আটক হয়েছে কিনা, সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি।

আটককৃতরা হলেন, দেবহাটার পারুলিয়া গ্রামের সামসুদ্দীন গাজীর ছেলে শিবিরকর্মী ইব্রাহিম গাজী (২৫) ও পাটকেলঘাটার তৈলকুপি গ্রামের জুম্মন গাজীর ছেলে আবুল কালাম গাজী (৩৫)।

পুলিশ জানায়, শিবিরকর্মী ইব্রাহিম গাজীকে গাড়ি ভাঙচুরের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজাউল করিম দুই বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) তারক বিশ্বাস জানান, আটককৃত শিবিরকর্মী দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান হত্যার ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। তাকে রায়হান হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

এদিকে জেলা জামায়াতে ইসলামের প্রচার সম্পাদক আজিজুর রহমান বলেছেন, তাদের কোনো কর্মী আটক হয়েছেন কিনা, তা জানা নেই।

(দ্য রিপোর্ট/এমআর/এফএস/ এমডি/শাহ/ডিসেম্বর ২৫, ২০১৩)